সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় আটটি পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক গোপাল বেলকুচির দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেলকুচির কান্দাপাড়ায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়।
ডিবির উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, সিরাজগঞ্জ ও পাবনার একটি চক্র অবৈধভাবে দেশীয় পাইপগান তৈরি করে চরমপন্থীদের কাছে বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বেলকুচির কান্দাপাড়ায় অভিযান চালিয়ে গোপালকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা ৮টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপাল সূত্রধার এর আগেও দেশে তৈরি পাইপগানসহ গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে এসে ফের সে অস্ত্র পাচারে জড়িয়ে পড়ে। বেলকুচি থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে ফের মামলা করা হয়েছে।