X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

সুস্থ আছে সেই বনরুই, খাচ্ছে পিঁপড়া ও উই

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
২৮ মে ২০১৯, ২২:০০আপডেট : ২৮ মে ২০১৯, ২২:১০

রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যাকেন্দ্রে বনরুই (ছবি– প্রতিনিধি)

কুড়িগ্রামে উদ্ধার হওয়া ‘বনরুই’টিকে রাজশাহীতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুস্থ হলে ঈদের পর বিলুপ্তপ্রায় প্রাণীটিকে সিলেটের শ্রীমঙ্গলে পাঠানো হবে।

গত ২৩ মে কুড়িগ্রামের নাগেশ্বরে পাচারকারীদের হাত থেকে বনরুইটিকে উদ্ধার করে পুলিশ। এরপর গত শনিবার (২৫ মে) রাতে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যাকেন্দ্রে আনা হয় এটিকে; প্রাকৃতিক পরিবেশে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখানে পিঁপড়া ও উই পোকাসহ নানান পোকামাকড় ও সিদ্ধ ডিম খাচ্ছে বনরুইটি।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী বনরুইটিকে কুড়িগ্রাম থেকে উদ্ধারের পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার সেখান থেকে প্রাণীটিকে রাজশাহী নিয়ে আসা হয়। বনরুই এখানে প্রাকৃতিক পরিবেশে আছে এবং সুস্থ আছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সিলেট ও শ্রীমঙ্গলে কখনো কখনো এদের দেখা পাওয়া যায়। তাই বনরুইটিকে সিলেটের শ্রীমঙ্গলেই পাঠানো হবে। তবে এখনই নয়, ঈদের পর। সবকিছু চূড়ান্ত করে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই বনরুইটিকে শ্রীমঙ্গলে পাঠানো হবে।’

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আশরাফুল ইসলাম জানান, দেখতে কিছুটা আক্রমণাত্মক হলেও আসলে অত্যন্ত শান্ত স্বভাবের স্তন্যপায়ী প্রাণী এই বনরুই। দাঁতহীন, আঁশযুক্ত শরীর ও মৎসাকৃতি গঠনের প্রাণীটি বিপদের আভাস পেলেই গুটিয়ে নিতে পারে নিজের শরীর। যে কারণে মালয় ভাষায় এদের বলে ‘পেঙ্গুলিং’। আর এখান থেকে এসেছে এদের ইংরেজি নাম প্যাঙ্গোলিন।

তিনি আরও জানান, গোলাকার দেহের এই স্তন্যপায়ী প্রাণীদের মাথা ছোট ও সুচালো এবং মুখ সরু হয়ে থাকে। এদের মাথাসহ দেহের দৈর্ঘ্য ৪৮-৫৮ সেন্টিমিটার, লেজ ২৬-৪০ সেন্টিমিটার এবং ওজন ২-৯ কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এর খাবারের তালিকায় রয়েছে পিঁপড়া ও পিঁপড়াজাতীয় প্রাণী। তাই আমরা চিড়িখানার চিকিৎসকের পরামর্শে তাকে সুস্থ রাখার জন্য খাবার খাওয়াচ্ছি। বনরুইটি সম্পূর্ণ সুস্থ্য হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তার বাসযোগ্য কোনও বনে অবমুক্ত করা হবে।’

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংঘের তথ্যমতে, পৃথিবীজুড়ে মাত্র সাত প্রজাতির বনরুইয়ের দেখা মেলে। এর মধ্যে এদেশে তিন প্রজাতির বনরুই দেখা গেলেও এখন তা একরকম বিলুপ্তির পথে।

সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া বনরুইটি পুরুষ। এই প্রাণিকে প্রাকৃতিক পরিবেশ ছাড়া বাঁচানো কঠিন। তাই এটিকে চিড়িয়াখানায় দেওয়া হয়নি। বনরুই থেকে মূল্যবান ওষুধ তৈরি হয় এবং এর চামড়া দিয়ে দামি জিনিস তৈরি হয়। তাই এই প্রাণী পাচারের প্রবণতা বেশি থাকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন