X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বগুড়ায় মসজিদে হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ০৮:৪৯আপডেট : ০৮ জুন ২০১৬, ১৩:০৩

বন্দুকযুদ্ধ

 বগুড়ার শিবগঞ্জের জামতলী লোহার সেতুর কাছে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে কাওসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, তিনি শিবগঞ্জের শিয়া মসজিদে হামলার সঙ্গে জড়িত জেএমবি ক্যাডার। এ সময় একটি বিদেশী পিস্তল, গুলি, হাতবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল।

বগুড়ার সিনিয়র এএসসি (মিডিয়া) গাজিউর রহমান জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, ২-৩ জন জেএমবি সদস্য হামলার উদ্দেশ্য নিয়ে শিবগঞ্জের আটমুল এলাকা অতিক্রম করছেন। বুধবার ভোরে সাড়ে ৩টার দিকে পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করতে জামতলী লোহার সেতুর নিচে লুকিয়ে থাকেন। এ সময় কয়েকজন ব্যক্তিকে ব্যাগ হাতে যেতে দেখা যায়।

থামার জন্য সংকেত দিলে তারা পুলিশের উপর ২-৩টি ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে করতে পালাতে থাকেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে পিস্তলের ৬ রাউন্ড ও শর্টগানের ১০-১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। জঙ্গিদের ককটেলের স্প্রিন্টারের আঘাতে পুলিশ কনস্টেবল আলতাফ হোসেন ও আবু রায়হান আহত হন।

জেএমবির জঙ্গিরা পালিয়ে গেলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। ওই স্থানে তল্লাশি চালিয়ে জয়পুরহাটের কমরগ্রামের আমির আলীর ছেলে জেএমবি ক্যাডার কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, গুলির দুটি খোসা, ৫টি হাতবোমা, ২টি ছুরি ও একটি চাপাতি পাওয়া যায়। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বন্দুক যুদ্ধে নিহত কাওসার গত বছর ২৬ নভেম্বর সন্ধ্যায় শিবগঞ্জের কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় শিয়া ধর্মাবলম্বীদের মসজিদ-ই-মোস্তফায় ঢুকে মুসুল্লিদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মারা যান।

আহত হন মসজিদের ইমাম শাহিনুর ইসলাম, মুসুল্লি আবু তাহের মিস্ত্রি ও আফতাব আলী। এ ঘটনায় গ্রেফতার জেএমবির এক সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে কাওসারের নাম বলেছিলেন। কাওসার শিয়া মসজিদে সরাসরি হামলায় জড়িত ছিলেন। বুধবার বেলা ১১টায় এ খবর পাঠানো পর্যন্ত কাওসারের লাশ শজিমেক হাসপাতাল মর্গে ছিল। শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসটি/এইচকে/

আরও পড়ুন: জয়ের বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার: বিবিসির দুঃখ প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ