X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২০, ১৯:৩৬আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২০:২০

্র লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন অদূরে চানমারী নামক স্থানে চট্টগ্রামের পাহাড়তলি থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন (৯৫১ নম্বর) লাইনচ্যুত হওয়ার পর তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। লাইনচ্যুত ওই ট্রেন থেকে এলাকাবাসীকে তেল হরিলুট করতে দেখা গেছে। এদিকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল প্রকৌশলী মো. সুলতান আলী।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ডাউন নামার সময় তেলবাহী ট্রেনের সাতটি বগি উল্টে যায়। ট্রেনের স্পিড বেশি থাকায় কন্ট্রোল করতে না পারায় তেল বোঝাই ট্রেন উল্টে যায়। 

চানমারী গ্রামের রেবাকা বেগম, কুসুম বেগম ও সুমি বেগম বলেন, ওয়াগন থেকে তেল মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এসব তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। আমরা তো গরিব মানুষ। একই কথা জানালেন, রফিক, কবির মিয়া, সলিম উদ্দিন।

লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট

শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে  জানান, দুর্ঘটনায় ট্রেনের পেছনে থাকা ১টি ইঞ্জিন, ১টি ব্রেক গার্ড এবং ৫টি কেরোসিন, ডিজেল বোঝাই তেলের ওয়াগনসহ মোট ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাউন নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের স্পিড ছিল বেশি। যার ফলে এই দুর্ঘটনা।

কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টুল-ভ্যানের চালক মো. আজম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা খবর পেয়ে দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। তবে উদ্ধার কাজ সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগবে তা বলা যাবে না।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়া ট্রেনের ওয়াগন থেকে তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েছে স্থানীয়রা। কারও হাতে বালতি, কারও হাতে পাতিল, কারও হাতে জগ, আবার কারও হাতে প্লাস্টিকের বড় গামলা। সবাই এসব পাত্রে জ্বালানি তেল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। কার আগে কে তেল নিয়ে যাবেন তা নিয়ে যেন চলছে এক ধরনের প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের সময় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

বাংলাদেশ রেলওয়ে সিলেট ডিভিশনের সিনিয়র সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দাশ বলেন, ইঞ্জিনসহ সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়। কুলাউড়া ও আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন ওয়াগনগুলো উদ্ধারে কাজ করছে।

মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড সিলেট অঞ্চলের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এই তেলগুলো মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের। এখানে প্রায় ১ লাখ ৬০ হাজার লিটার অকটেন, কেরোসিন ও ডিজেল রয়েছে।

 

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’