X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

৯ বছর পর অবশেষে ভোট

নীলফামারী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১০:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১০:০৮

নীলফামারী সীমানা জটিলতায় আটকে থাকার কারণে দীর্ঘ ৯ বছর পর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে ৯টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সরবারহ করা হয়। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নির্বাচনি দায়িত্ব পালনকারী প্রিজাইডিং, পোলিং, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে তিন জন, ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৯ জন ও নারী সদস্য পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পরে নৌকা প্রতীকে আবুল কাশেম শাহ, ধানের শীষ প্রতীকে সাইদুর রহমান মজনু ও চশমা প্রতীকে মছিরত আলী শাহ ফকির।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আফতাফ উজ্জামান জানান, ওই ইউনিয়নে ২০ হাজার ৯৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ১০ হাজার ২৩৫ জন এবং পুরুষ ১০ হাজার ৭৬২ জন। এর আগে ২০১১ সালে ৫ জুনের নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৫৯৮ জন। ৯টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৫৮টি।

এছাড়াও প্রিজাইডিং অফিসার ৯ জন, পোলিং অফিসার ১৬৬ জন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১৭ জন করে আনসার কাজ করছে। এতে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল টিম রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ জানান, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। আশা করি বিকাল নাগাদ এই পরিবেশই বহাল থাকবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ জুনের পর আজ ওই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সীমানা জটিলতায় ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর উচ্চ আদালতে এটি নিয়ে রিট হয়। রিটে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের
চট্টগ্রাম কারাগারে বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের
হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম
হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম
‘মানুষের প্রত্যাশা ফিকে হতে শুরু করেছে, বিস্তৃতি ঘটছে সামাজিক নৈরাজ্যের’
সাংগঠনিক সম্মেলনে সাইফুল হক‘মানুষের প্রত্যাশা ফিকে হতে শুরু করেছে, বিস্তৃতি ঘটছে সামাজিক নৈরাজ্যের’
ব্যাটারি রিকশার জন্য নীতিমালার দাবি মোটরসাইকেল চালকদের
ব্যাটারি রিকশার জন্য নীতিমালার দাবি মোটরসাইকেল চালকদের
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা