সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে উত্যক্ত ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক বৃদ্ধ (৬৫) বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দুর্বৃত্তের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শামীম। সে উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে। সোমবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক সন্তানের জননী ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় দুবছর ধরে বাবার বাড়িতেই থাকতেন। তবে মাঝে মাঝেই বিভিন্ন বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন। অভিযোগ রয়েছে সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই নারীকে তুলে নিয়ে যায় শামীম। এ খবর জানতে পেরে সোমবার (৫ অক্টোবর) শামীমের দেখা পেয়ে ওই বৃদ্ধ জানতে চান, তার মেয়েকে সে কোথায় রেখেছে। কিন্তু, এ প্রশ্নের উত্তরে ক্ষুব্ধ হয় শামীম এবং ওই বৃদ্ধকে আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় শামীমের সঙ্গে আরও কয়েকজন ছিল বলেও অভিযোগ করেছেন মারধরের শিকার ওই বৃদ্ধ।
কান্নাজড়িত কণ্ঠে নির্যাতনের শিকার ওই বৃদ্ধ জানান, ৬ দিন ধরে মেয়ের খোঁজ পাচ্ছেন না তিনি। শুনেছেন মেয়ে যেখানে কাজ করতো সেখান থেকে শামীম তাকে তুলে নিয়ে গেছে। এ কথাই আজ শামীমকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন তিনি। কারণ, তার মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শামীম তাকে উত্ত্যক্ত করতো। তবে শামীমকে এ কথা জিজ্ঞেস করতেই সে ক্ষেপে যায়। এসময় তার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এর জের ধরে আজ ( সোমবার) আলীগঞ্জ এলাকার তার (বৃদ্ধের) বাসা থেকে শামীম, লিটন ও লিয়াকত,আক্কাইসহ আরও দুইজন তাকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে বেধড়ক পিটিয়েছে শামীম। মেয়েকে উদ্ধারসহ এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, এই বৃদ্ধকে মারধরের ছবি ও তার মেয়ে নিখোঁজের ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে দেখা যায় মেয়ের বাবার হাতে ও পিঠে পায়ে রডের আঘাতের চিহ্ন। নির্যাতনের শিকার বৃদ্ধ তাকে মারধর ও তার মেয়ে নিখোঁজের বিষয়ে ভিডিওতে এসব কথা জানাচ্ছেন।
ভিডিওতে বৃদ্ধকে আরও বলতে শোনা যায়, দীর্ঘদিন যাবত শামীম তার মেয়েকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে আসছে। বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোন প্রতিকার পাননি। তার মেয়ে এখন কোথায় আছে তিনি জানেন না।
এ ব্যাপারে জানতে চাইলে পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া বলেন, এ ঘটনার বিষয়টি তাকে কেউ জানায়নি।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মো মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার এসআই আরিফ রেজা বলেন, শামীম ও তার লোকজনদের ধরতে রাত থেকে অভিযান চালানো হচ্ছে। তার বাড়ি ঘেরাও করে তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।