X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ৬ মাস, শূন্য ঘোষণা হয়নি পদ

বগুড়া প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১০



শেরপুর উপজেলা বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম গত মার্চে মারা গেছেন। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও তার পদটি শূন্য ঘোষণা করা হয়নি। উপনির্বাচন না হওয়া ও নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় ওই উপজেলায় নারীদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে উপনির্বাচনের আয়োজন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত খাদিজা বেগম নির্বাচিত হন। তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। খাদিজা গত ২১ মার্চ রাতে মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির কথা। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে। তবে শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি আজও শূন্য ঘোষণা করা হয়নি।

তবে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও বগুড়া-১ আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছুটির পর নির্বাচন কমিশন দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচনের তাফশিলও ঘোষণা করেছে।

শেরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জানান, পদাধিকার বলে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি। এ উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় নারী উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, এ পদে উপ-নির্বাচনের কোনও নির্দেশনা আসেনি। এছাড়া পদটি শূন্য ঘোষণা করে এখনও গেজেট হয়নি।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, শেরপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও পদটি শূন্য ঘোষণা হয়নি। গেজেট হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত