আমদানি নিষিদ্ধ পৌনে ৩ লাখ পিস ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শার্শা সীমান্তের বাগআচড়া এলাকায় বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ভারতীয় প্যারাকটিন, সিপ্রো, হাইড্রোক্লোরাইড ও হেপটাডিন ট্যাবলেটসহ আনসার আলীর ছেলে জাহিদুল (৩১) ও আবুল হোসেনের ছেলে আ. আজিজকে (৩৮) আটক করে র্যাব। আটকদের উভয়ের বাড়ি শার্শার শিবনাথপুর বারোপোতা গ্রামে।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মাহবুব উল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা গ্রামের চৌরাস্তার ওপর অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।