X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীর প্রকল্প: নির্মাণের পরই ধসে পড়লো ঘরের দেয়াল

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৮:৪২

নির্মাণের পরপরই ধসে পড়ে দেয়াল জায়গা আছে, ঘর নেই—এমন অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প থেকে নির্মাণ করে দেওয়া হচ্ছে বসতঘর। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে নির্মাণ করা মাত্রই বসতঘরের দেয়াল ধসে পড়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বরিশালের আগৈলঝাড়ায় এক অসহায়ের বসতঘর নির্মাণ করার পরপরই দেয়াল ধসে পড়ে। অনন্ত বাড়ৈ নামের ওই গৃহিণী উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আগৈলঝাড়ায় অসহায়দের গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে সভাপতি হিসেবে আছেন উপজেলা নির্বাহী অফিসার। অসহায়দের ঘর নির্মাণে ঠিকাদারের দায়িত্বে আছেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন।

অনন্ত বাড়ৈ জানান, গত মঙ্গলবার থেকে তার ঘর নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নির্মাণাধীন ঘরের পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়াল বৃহস্পতিবার ধসে পড়ে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়কে জানালে তিনি কাজের গুণগত মান নিয়ে কথা বলায় ঠিকাদার চাঁন তকে গালমন্দ করেন।

এ ব্যাপারে ঠিকাদার চাঁন বলেন, ‘কাজের মান ঠিক আছে। বৃষ্টির কারণে পানি জমে দেয়াল ভেঙে পড়েছে।’

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘ঘর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে বিষয়টি দেখে রিপোর্ট দেওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই পর্যন্ত ঠিকাদারের কাজ বন্ধ থাকবে।’

ওই ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। ওই টাকায় দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদার। এরপর যার নামে বরাদ্দ রয়েছে তাকে ঘর হস্তান্তর করবেন ইউএনও। ওই ঠিকাদার উপজেলায় আরও ১৮টি ঘর উত্তোলনেরও দায়িত্ব পেয়েছেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ