গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
পরে তারা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, সহ-সভাপতি চিত্র নায়ক শাকিল খান, চিত্র নায়িকা মৌসুমী ও চিত্র নায়িকা শাহানূর, জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।