নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ শ্রমিককে আটক করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নুনেরটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন রিয়াজুল ইসলাম, সেলিম হোসেন, আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, কবির হোসেন ও জহিরুল ইসলাম মোরশেদ। বিপুল পরিমাণ পুলিশ সদস্যের উপস্থিতিতে এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক পঙ্কজ ক্রান্তি সরকার ও এস আই আব্দুর রব।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬জনকে আটক করা হয়েছে। অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, বারদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুনেরটেক, রঘুনার চর, গুচ্ছগ্রাম, সবুজবাগ ও শান্তিবন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর নুনেরটেক এলাকায় রাতের আঁধারে অনেকগুলো প্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এ কাজের সঙ্গে
মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লতিফ সরকার ও তার লোকজন জড়িত বলে দাবি করেছেন তারা। এভাবে বালু উত্তোলনে নুনেরটেক এলাকায় ভাঙনের সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তারা। পাশের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে একটি অভিযোগ জমা দিয়েছেন উপজেলা প্রশাসনের কছে।