X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

পাবনায় ২১ আগস্টে নিহতদের স্মরণ

পাবনা প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৭:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৮:১৪

 



২১ আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনায়। শুক্রবার (২১ আগস্ট) সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১ মিনিট নীরবতা পালনের পাশাপাশি শহীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, সদর পৌর সভার মেয়র কামরুল হাসান মিন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাকিম মালিথা, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দিবসটি পালনে জেলা যুব মহিলা লীগ পৃথক কর্মসূচি গ্রহণ করে।

গ্রেনেড হামলায় নিহত শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্বরোচিত ও ন্যাক্কারজনক এই গ্রেনেড হামলায় যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই একমাত্র কাম্য। স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সভাপতি তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে সমূলে ধ্বংসের পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের পতন ঘটাতে  আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
‘সরকারের পতন ঘটাতে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে’
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
অফশোর ব্যাংকিংয়ে সৌদি বিনিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
কিশোরগঞ্জে সোহেল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে সোহেল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে