X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩

সাভার প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ০৬:৩০আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:৪৪

বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩ আশুলিয়ায় কৌশলে ডেকে নিয়ে বাসে তুলে এক তরুণীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।

গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গজারিয়া গ্রামের ফেরদৌসের ছেলে বাসচালক আরিফ (১৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও লক্ষ্মীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার ডেন্ডাবর আমিন মডেল টাউন এলাকার ভুক্তভোগী তরুণী ও বাসচালক আরিফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত ১০ জুলাই রাতে ওই তরুণী তার এক বান্ধবীর সঙ্গে আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। এ সময় তার বন্ধু আরিফ ফোন করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। পরে বাইপাইল ব্রিজের দক্ষিণ পাশে অপেক্ষারত অবস্থায় একটি শতাব্দী পরিবহনের খালি বাস চালিয়ে নিয়ে আসে আরিফ ও তার বন্ধু সহিদুল। এ সময় বাসচালক আরিফ তার আরেক বন্ধু আসবে বলে ওই তরুণীকে বাসে উঠিয়ে অপেক্ষা করতে বলে। পরে আরিফ ও সহিদুলের সহযোগী সজিবসহ অজ্ঞাত কয়েকজন ওই বাসে উঠে বসে। এ সময় আরিফসহ অন্যরা তাকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, বাসে ওই তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত তিন জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। একইসঙ্গে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারাসহ হাজারো মানুষ
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারাসহ হাজারো মানুষ
সহজ ভ্যাট ব্যবস্থাপনা ও উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি চান ব্যবসায়ীরা
সহজ ভ্যাট ব্যবস্থাপনা ও উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি চান ব্যবসায়ীরা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারাসহ হাজারো মানুষ
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারাসহ হাজারো মানুষ
ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক
ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে গুলশানকে হারালো অগ্রণী ব্যাংক
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা