দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অবৈধ স্পিরিট বিক্রেতা মো. রফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার রফিকুলকে শনিবার (২০ জুন) দিনাজপুর আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ আমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, শুক্রবার (১৯ জুন) রাত ১১ টায় নিজ বাড়ি থেকে বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি দল রফিকুলকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরের বিভিন্ন হোমিওপ্যাথিক দোকানের আড়ালে বিক্রয় করা বিষাক্ত স্পিরিট পানে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার এসআই নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, মামলার পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলেন।
বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার জানান, দেশে একমাত্র বৈধভাবে গাজীপুরে নির্দিষ্ট কারখানায় উৎপাদন ও বিপণনের কথা। কিন্তু দেখা গেছে বিরামপুরে যে সব স্পিরিট জব্দ করা হয়েছে, সেগুলো পাবনার সাথিয়ায় অবৈধভাবে তৈরি হচ্ছে। এসব স্পিরিটে ৮০ ভাগ অ্যালকোহোল থাকার কথা থাকলেও রয়েছে ১০০ ভাগ।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রফিকুল দীর্ঘদিন থেকে হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে বিরামপুর এবং ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ চারটি মামলা রয়েছে।