ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ জুন) আসর নামাজের পর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাজায় উপস্থিত ছিলেন।
বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়ায় এসে পৌঁছায়। বিকেল ৪টা ৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সবার প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। তার মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতাকর্মী ও স্বজনেরা ছুটে যান।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।