করোনা পরিস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় খাদ্য সহায়তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাস ও মিনিবাস শ্রমিকরা। শনিবার (২ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
এসময় তারা সড়কে বসে অবস্থান কর্মসূচিও পালন করেন।
মানববন্ধনে শ্রমিক নেতা এন্তাজ আলী ও মাজেদুল ইসলাম জানান, গত ২৬ মার্চ থেকে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা সরকার বা বাস মালিকদের পক্ষ থেকেও কোনও খাদ্য সহায়তা পাননি। এই অবস্থায় তারা খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকার ও বাস মালিকদের দৃষ্টি কামনা করেছেন।