গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে জুয়াখেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ানকে প্রধান আসামি ও অজ্ঞাত ১০০ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর ১০ পুলিশকে আহত করার অভিযোগে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে পাঁচ শতাধিক লোককে। গ্রেফতার এড়াতে বনগ্রাম এখন অনেকটাই পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই গ্রামে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।
গত ১৩ এপ্রিল সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী মধ্যে সংঘর্ষ হয়। এসময় আজর ফকির (৫০) নিহত ও ১০ পুলিশ আহত হন। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। নিহত আজর ফকিরের ভাই খলিল ফকির বাদী হয়ে করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ানকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই সালাহ উদ্দিন বাদী হয়ে বনগ্রামের উভয় পক্ষের ২৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচ শতাধিক লোককে আসামি করে ১০ পুলিশ আহতের ঘটনায় মামলা দায়ের করেছেন। এই দুই মামলায় গ্রেফতার এড়াতে বনগ্রাম পশ্চিমপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়ার নারী, শিশু ও বৃদ্ধরা ছাড়া প্রায় সবাই এলাকা ছেড়ে পালিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘বনগ্রামে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।’
প্রসঙ্গত, ১২ এপ্রিল সন্ধ্যায় বনগ্রাম মধ্যপাড়ায় বিলের মধ্যে একটি জুয়ার আড্ডা উচ্ছেদ করতে যায় বনগ্রাম পশ্চিমপাড়ার একদল যুবক। সেখানে মধ্যপাড়ার জুয়াড়ুদের সঙ্গে জুয়ার আড্ডা উচ্ছেদকারীদের হাতাহাতি ও মারপিট হয়। এরই জের ধরে ১৩ এপ্রিল সোমবার সকালে বনগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শাহ সুফিয়ান এলাকায় মাইকিং করে মধ্যপাড়া ও পূর্বপাড়ার লোকজন একত্রিত করে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি নিয়ে সড়কি যুদ্ধের প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে পশ্চিমপাড়ার লোকজন পাল্টা জবার দেওয়ার প্রস্ততি নেয়। এক পর্যায়ে এই দুই দল গ্রামবাসী বনগ্রাম বিলে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে আজর ফকির (৫০) নিহত হয় ও ১০ পুলিশসহ ২৫ জন আহত হন। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনে।