X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

১১ নভেম্বর ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা।।
১১ নভেম্বর ২০১৫, ১২:২৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:৪৯

বেতিয়ারা শহীদ দিবস ১১নভেম্বর ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা এলাকায় ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ বীরযোদ্ধা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এই ইতিহাসকে সমুজ্জল করে রাখতে প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস।

বেতিয়ারায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে নিহতরা হলেন নিজাম উদ্দিন আজাদ (ছাত্র নেতা), সিরাজুল মনির, জহিরুল হক দুদু, মোহাম্মদ সফি উল্যাহ, আওলাদ হেসেন, আবদুল কাইউম, বশিরুল ইসলাম, মোঃ শহীদ উল্যাহ ও কাদের মিয়া।

বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা কমিটির সভাপতি জিয়াউল হক জিবু, সাধারণ সম্পাদক সৈয়দ জামাল উদ্দিনসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের সময় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা সভাপতি মনজুরুল আহসান খানসহ যৌথ গেরিলা বাহিনীর ৭৮ জন সদস্য ভারতের বিভিন্ন  ক্যাম্পে  প্রশিক্ষণ নেন। দেশে ফিরে যুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশ্যে তারা ভারতের বাইকোয়া বেইজ ক্যাম্প থেকে ১০নভেম্বর রাতে চৌদ্দগ্রাম সীমান্তবর্তী ভৈরব নগর সাব ক্যাম্পে পৌঁছান।

ভৈরব নগর সাব ক্যাম্পের দুই মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি ও সামসুল আলম ১১ নভেম্বর রাতেই গেরিলা বাহিনীর ওই দলটির বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা তৈরি করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শত্রুমুক্ত কিনা পরীক্ষা করার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল কাদের ও আবদুল মন্নানকে ওই সড়কে পাঠানো হয়।

সিগনালের দায়িত্বে থাকা কাদের ও মন্নান মহাসড়ক শত্রুমুক্ত বলে রাত ১২ টায় মূল বাহিনীকে জানায়। তাদের তথ্যের ভিত্তিতে যৌথ গেরিলা বাহিনীর ৩৮ জনের এ দলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমের জন্য এগিয়ে আসে। এসময় সড়কের অন্য (পশ্চিম) পাশে গাছের আড়ালে এ্যাম্বুশ পেতে লুকিয়ে থাকা হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিতে ব্রাশ ফায়ার শুরু করে। এতে ৯ গেরিলা যোদ্ধা ঘটনাস্থলেই শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন।

এক সপ্তাহ পর স্থানীয় লোকজন ধানক্ষেত থেকে শহীদদের গলিত লাশগুলো উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দেন। ২৮ নভেম্বর চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি নামের ওই অঞ্চল শত্রুমুক্ত হয়। পরদিন ২৯ নভেম্বর স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধারা গর্ত থেকে লাশগুলো উঠিয়ে জানাজা দিয়ে মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয়বার দাফন  করেন।

মুক্তিযোদ্ধা স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি জিয়াউল হক জিবু জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হলে ৯ শহীদের গণকবর ও স্মৃতিস্তম্ভ মহাসড়কের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের অনুরোধে ফোরলেন প্রকল্পের ঠিকাদার গত জুনে গণকবরটি মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের ৪০ শতক জায়গায় স্থানান্তর করেন।

১১নভেম্বর দিবস পালনের কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ৬টায় পতাকা উত্তোলন ও ফুল দিয়ে শ্রদ্ধার্পণ। দুপুর ১২ টায় আলোচনা ও মিলাদ মাহফিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কামিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান।   

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
টিভিতে আজকের খেলা (১৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ এপ্রিল, ২০২৫)
মেলায় নাগরদোলায় উঠে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
মেলায় নাগরদোলায় উঠে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
সর্বাধিক পঠিত
সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তায় নতুন বর্ষবরণ
সবার জন্য উন্মুক্ত পান্তা-আলু ভর্তায় নতুন বর্ষবরণ
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার
‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার
মেয়ের ‘বাবা বাবা’ চিৎকারের পরও বাবাকে গণপিটুনি
মেয়ের ‘বাবা বাবা’ চিৎকারের পরও বাবাকে গণপিটুনি
‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল‘আপন কফি হাউজের’ দুই কর্মী আটক, তরুণীকে খুঁজছে পুলিশ
তোফায়েল আহমেদ সুস্থ আছেন
তোফায়েল আহমেদ সুস্থ আছেন