বাগেরহাটের ৯টি উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী পৌঁছেছে। এরমধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে ৪৬৭টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা একাধিক প্রিজাইডিং অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাগেরহাট সদরে মহিলা ভাইস চেয়ারম্যান এবং ফকিরহাটে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সে হিসেবে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। এরমধ্যে মোল্লাহাট ও মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে রয়েছেন ওয়ার্কার্স প্রার্থীর একজন প্রার্থী।
বাগেরহাটের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাগেরহাটের ৯ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৪৬৭ ভোটকেন্দ্রে ভোটার ১১ লাখ ১৩ হাজার ৩৫১ জন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদরের সব কেন্দ্রে ইভিএমে ভোট