আগামীকাল রবিবার (৩১ মার্চ) মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলার ১১৬টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘প্রতিটি ইউনিয়নে পুলিশের দুইটি করে মোবাইল টিম থাকবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে দুই জন বা চার জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া প্রতি থানায় একটি স্ট্রাইক টিম থাকবে। পুলিশের টিমের পাশাপাশি পুরো জেলায় ১৯ ব্যাটালিয়ন বিজিবি থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে।’
অতিরিক্ত জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলার রিটার্নিং অফিসার হারুন অর রশীদ বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সদর উপজেলার ১১৬টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।