X
রবিবার, ৩০ জুন ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১

উল্লাপাড়ার দুই স্টেশন মাস্টার বরখাস্ত, বাকিরা আতঙ্কে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, ছবি- প্রতিনিধি চলন্ত ট্রেন থেকে নামতে গেয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম আহত হওয়ায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত হয়েছেন।  এ ঘটনার পর বাকিরাও আতঙ্কে রয়েছেন।
অন্যদিকে কর্মরত চার জন স্টেশন মাস্টারের জায়গায় বর্তমানে দু’জন মাস্টার দায়িত্ব পালন করায় কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। সারারাত জেগে কাজ করলেও ব্যস্ততম স্টেশনটি পরিচালনা ও যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৪ সেপ্টেম্বর এই স্টেশনে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে স্ত্রী ও স্বজনদেরকে তুলে দিয়ে ছেড়ে দেওয়া ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্লাটফর্মে পড়ে আহত হন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। এ সময় তার অনুসারীদের হাতে মারধরের শিকার হন সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন। এ ঘটনায় সংসদ সদস্যের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক উল্লাপাড়া স্টেশনের স্টেশন মাস্টার শামছুল আলম ও সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেন। দুই জন সাময়িক বরখাস্তের পর বর্তমানে এই স্টেশনটি পরিচালনার সার্বিক কাজ করছেন সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম।

সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ বলেন, ‘উল্লাপাড়া স্টেশনটি দ্বিতীয় শ্রেণির হলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেনের স্টপেজ রয়েছে এখানে। ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা লোকজনের চরম চাপ ও ট্রেনের শিডিউল বিপর্যয়ে দায়িত্ব পালনে আমরা হিমশিম খাচ্ছি। উল্লাপাড়া স্টেশনের জন্য নির্ধারিত একজন স্টেশন মাস্টার এবং তিনজন সহকারী স্টেশন মাস্টারের পুরো দায়িত্ব পালন করতে হচ্ছে দু’জনকেই। আমরা ২৪ ঘণ্টা করে দায়িত্ব পালন করেও কাজের চাপ সামলাতে পারছি না।’

কমপক্ষে একজন অভিজ্ঞ স্টেশন মাস্টার জরুরি দরকার বলে আব্দুল হামিদ।

সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, উল্লাপাড়া স্টেশনে মালগাড়িতে ভারত থেকে আমদানি করা সিমেন্টের কাঁচামাল ক্লিঙ্কার ও গবাদি পশু খাদ্য সহ বিভিন্ন পণ্য আনা হয়। এগুলো এখান থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। আমদানি করা এসব সামগ্রী ট্রেন থেকে দ্রুত খালাস করে খালি ট্রেন আবার ভারতে পাঠাতে হয়। দায়িত্বরত স্টেশন মাস্টারকে সার্বক্ষণিক নজর রাখতে হয়। এছাড়া রাজধানী থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী সব ট্রেনই উল্লাপাড়া স্টেশন হয়ে যায়। এসব ট্রেন এ স্টেশনে আসা ও ছাড়ার সময় কাজের চাপও অনেক বেশি থাকে। লোক না থাকায় মাত্র দু’জনকেই সামাল দিতে হচ্ছে। উর্ধ্বতনরা বিষয়টি অবগত থাকলেও গত ক’দিনেও নতুন কেউই যোগদান করেননি।’

পাকশী রেল বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মোহসির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘উল্লাপাড়া স্টেশনের জন্য একজন দক্ষ স্টেশন মাস্টার খোঁজা হচ্ছে। খুব শিগগিরই এখানে নতুন মাস্টার দেওয়া হবে।

পাকশী রেল বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, লোকবল কম। তারপরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন
সংসদ সদস্য ট্রেন থেকে পড়ে যাওয়ায় স্টেশন মাস্টার বরখাস্ত

পা পিছলে পড়লেন এমপি, কপাল পুড়লো দুই স্টেশন মাস্টারের

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইইউবিতে ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ’ প্রতিযোগিতা
আইইউবিতে ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ’ প্রতিযোগিতা
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, কারাগারে ৭
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, কারাগারে ৭
আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’র পুরস্কার পেলেন ৩০ শিক্ষার্থী
আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’র পুরস্কার পেলেন ৩০ শিক্ষার্থী
৭ ছাত্র নিয়ে বিকল নৌকা মেঘনায় ভাসছিল, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার
৭ ছাত্র নিয়ে বিকল নৌকা মেঘনায় ভাসছিল, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার
সর্বাধিক পঠিত
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
শুল্ক রেয়াত কর্মকর্তা তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শুল্ক রেয়াত কর্মকর্তা তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সুস্থ থাকতে দিনে কত স্টেপ হাঁটবেন?
সুস্থ থাকতে দিনে কত স্টেপ হাঁটবেন?
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
ভারত নাকি দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২৮ কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ পেলো কত?
ভারত নাকি দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ২৮ কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ পেলো কত?