X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এবার ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০১৬, ০৯:১৮আপডেট : ০৭ জুন ২০১৬, ০৯:২০

যশোর

যশোরের চৌগাছায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুলের ছেলে শাকিলের বিরুদ্ধে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই চেয়ারম্যান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিও। তবে এ ঘটনা সঠিক নয় বলে দাবি করেছেন চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সোমবার দুপুরে স্কুলের মধ্যে এ ঘটনা ঘটে।

স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, শনিবার চৌগাছা উপজেলার ইউপি নির্বাচনে নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মমিনুর রহমান। এসময় ওই কেন্দ্রে নৌকার প্রার্থী জয়নাল আবেদীন মুকুলের ছেলের নেতৃত্বে কয়েকজন ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই সিল মারছিল।

ওই সময় মমিনুর রহমানের কাছে তার ব্যালট পেপার চাইলে তিনি দিতে অস্বীকার করেন। সেসময় কিছু না বলে নির্বাচনে জিতে যাওয়ার পর সোমবার বেলা ২টার পর স্কুল ছুটির সময়ে চেয়ারম্যানের ছেলে শাকিলসহ ৪/৫ জন স্কুলে গিয়ে মমিনুর রহমানের কাছে সেদিন ব্যালট পেপার না দেওয়ার কারণ জানতে চান।

এক পর্যায়ে স্কুলের অফিসে থাকা ওই শিক্ষককে টেনে হিঁচড়ে বাইরে বের করে শিক্ষার্থীদের সামনে তাকে মরধর করে। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে পাঠায়। তিনি সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে মমিনুর রহমান বলেন, ‘ওরা শিক্ষকের মর্যাদা কী তা বোঝে না। শাকিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ছেলে। আশা করি তিনি (সভাপতি) বিষয়টি দেখবেন।’

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, ‘বিষয়টি শাকিলের বাবা স্কুলের সভাপতি জয়নাল আবেদীনকে জানিয়েছি।’

চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘শুনেছি আমার ছেলে স্কুলে গিয়েছিল। কিন্তু মারধরের কোনও ঘটনা ঘটেনি। স্কুলের প্রধানশিক্ষক তাকে বুঝিয়ে-শুনিয়ে পাঠিয়ে দিয়েছেন।’

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মসিয়ূর রহমান কিছুই জানেন না বলে জানান।

আরও পড়ুন

কমলগঞ্জে সড়কে কলাগাছ!

ক্ষমতাধর নারীর তালিকায় আরও ওপরে শেখ হাসিনা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
সংস্কার কাজে দেরি না করার আহ্বান প্রধান উপদেষ্টার
এমন বিপর্যয়ের পরও শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না সালাউদ্দিন!
এমন বিপর্যয়ের পরও শুধু ক্রিকেটারদের দোষ দেখছেন না সালাউদ্দিন!
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
কোহলির ম্যাচসেরা পারফরম্যান্সে পাঞ্জাবকে হারালো বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ