X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ইফতার পার্টি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২০:২৪আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২০:২৬

ময়মনসিংহের নান্দাইলে একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান গ্রুপের অনুসারীরা শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজন করেন। একই দিন একই স্থানে পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল পিকলু গ্রুপের অনুসারীরাও ইফতার পার্টির আয়োজন করতে যান। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সেখানে ইফতার পার্টি করতে চান। এ নিয়ে বিকাল ৫টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি নেতাকর্মীরা। আহতরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নান্দাইল পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এ ব্যাপারে জানতে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান ও পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল পিকলুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, বুধবার নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার পার্টির জন্য কলেজের অধ্যক্ষের কাছ থেকে গতকাল বিকালে অনুমতি নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ইফতার পার্টির অনুমতিও দেন অধ্যক্ষ। কিন্তু রাতে বিএনপির আরেকটি পক্ষ একই সময়ে কলেজ চত্বরে ইফতার পার্টি করার অনুমতি চায়। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। বুধবার বিকাল থেকে ইফতার পার্টি ঘিরে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থায় সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকাল ৫টায় ১৪৪ ধারা জারি করা হয়। রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় তা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলের ১৪৪ ধারা রাত ১০টা পর্যন্ত থাকবে।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে গুলি ছোড়ার ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

/এএম/
সম্পর্কিত
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু