X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজির সময় যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির দুই নেতা, পরে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ২২:২০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২২:২০

চাঁদাবাজির সময় যৌথ বাহিনীর হাতে আটকের পর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফরমান ও সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ। তাদের বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। তারা সদর থানা হাজতে রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনীর হাতে তারা দুজনসহ তিন জন আটক হন।

অব্যাহতি দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্ট করায় তাদের দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান বলেন, শুক্রবার রাতে ওই দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আটকের ঘটনায় আপাতত তাদের দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মো. ফরমান (৪২), হুমায়ুন কবীর ওরফে পলাশ (৪৫) ও মো. সিরাজুল ইসলাম (৪৩) চাঁদাবাজি করছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ীদের মধ্য থেকে এক ব্যবসায়ী যৌথ বাহিনীর কাছে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী ওই বাজারে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তিন জনকে আটক করে। রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনী তাদের সদর থানায় হস্তান্তর করে। দুজনের রাজনৈতিক পরিচয় থাকলেও মো. সিরাজুল ইসলামের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‌‘চাঁদাবাজির ঘটনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ওই তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান 
নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা