X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২৩:০৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:০৪

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি। জেলা প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পর মঙ্গলবার রাত ৯টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক হাসিনা বেগম এ বৈঠক ডাকেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. আবদুস সোবহান ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাসশ্রমিকদের মারধর করেছেন—এমন অভিযোগে সোমবার বিকাল ৪টার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল হয়ে ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করে ওই দুই সংগঠন। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সব রুটের সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধ করা হয়েছিল। এতে জামালপুর থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটের বাস বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান না হওয়ায় রাতে জেলা প্রশাসকের সার্কিট হাউস মিলনায়তনে সব পক্ষকে নিয়ে বৈঠক বসে। ঘণ্টাব্যাপী আলোচনার পর মালিক-শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয় প্রশাসন। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার বাস সার্ভিস সংস্কারের ছয় দফা বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়।

জামালপুর সদর উপজেলায় গত রবিবার রাজিব পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ওই দিনই জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহনশ্রমিকরা। অন্যদিকে বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে সোমবার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের সময় পরিবহনশ্রমিকদের ওপর হামলার অভিযোগে গতকাল সোমবার বিকাল ৪টা থেকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়।

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দুর্ঘটনার প্রতিবাদে বাস সার্ভিস সংস্কার চাইলেন বৈষম্যবিরোধী ছাত্ররা, ধর্মঘট ডাকলেন শ্রমিকরা
বরিশালে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, চলছে বাস
সর্বশেষ খবর
মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাবের তথ্য তলব
মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাবের তথ্য তলব
শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন রিমান্ডে
শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন রিমান্ডে
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
ঢাকা থেকে সরাসরি রিয়াদে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
ঢাকা থেকে সরাসরি রিয়াদে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক