X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

জামালপুরে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট

জামালপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৯:২০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:২০

জামালপুরে বাসে অগ্নিসংযোগ, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। সোমবার (৪ মার্চ) দুপুর থেকে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে রাজধানী ঢাকাসহ সব রুটে বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রবিবার (২ মার্চ) জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে জেলার সদর উপজেলার শরিফপুর এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার প্রতিবাদে সোমবার (৩ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সঙ্গে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ছয় দফা দাবিতে এবং রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে জেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী অবরোধের এক পর্যায়ে বাসের শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মনির (৩২) নামে বাসের এক শ্রমিক আহত হন। ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সব বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয়পক্ষ।

কিন্তু রাজধানী ঢাকাসহ সব রুটে বন্ধ রাখা হয় দূরপাল্লার বাস চলাচল। মঙ্গলবার সকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

এদিকে, দুপুরে দাবি আদায়ে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবাহানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
জামালপুর থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

যানবাহনের অপেক্ষায় থাকা যাত্রী শরিফুল বলেন, গাজীপুর যাবো, বাসস্ট্যান্ডে এসে দেখি সব বাস দাঁড়িয়ে আছে, কিন্তু ধর্মঘটের কারণে বাস ছাড়বে না। এখন পরিবারের লোকজন নিয়ে এত দূরের পথ পাড়ি দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।

বাস টার্মিনালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কামরুল ইসলামসহ আরও কয়েকজন যাত্রী জানান, বাড়ি থেকে বের হয়ে টার্মিনালে এসে দেখি বাস চলছে না, এখন বিকল্প উপায়ে পৌঁছাতে হবে।

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, বাস চলাচলের জন্য সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, বাসে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গতকাল এক বাস শ্রমিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়গুলো নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমাদের ধর্মঘট কর্মসূচি চলছে, দাবি মেনে না নেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

জামালপুর সদর থানা ওসি আবু ফয়সল মো. আতিক জানান, বাস মালিক সমিতির পক্ষ থেকে সড়কে নিরাপত্তার কথা বলা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়া হচ্ছে। তাদের কিছু দাবি আছে, আবার ছাত্রদেরও কিছু দাবি আছে- প্রশাসনের দিক থেকে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদযাত্রার আমেজ
প্রতিযোগিতার চাপে পিছিয়ে পড়ছে ‘ঢাকা নগর পরিবহন’
মেট্রোরেল স্টাফদের লাঞ্ছনার অভিযোগ, বিচারের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি 
সর্বশেষ খবর
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’