X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনার প্রতিবাদে বাস সার্ভিস সংস্কার চাইলেন বৈষম্যবিরোধী ছাত্ররা, ধর্মঘট ডাকলেন শ্রমিকরা

জামালপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ২২:০১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২২:০১

সড়ক দুর্ঘটনায় একজন নিহতের প্রতিবাদে ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দূরপাল্লার বাস ধর্মঘট ডাকা হয়েছে। সোমবার (০৩ মার্চ) বিকালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি যৌথভাবে এ ঘোষণা দেয়। এরপর থেকে ধর্মঘট শুরু হয়।

পরিবহনশ্রমিকদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র নেতারা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ওপর হামলা করা হয়। অযথা সড়ক অবরোধ ও হামলার প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। এতে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা, জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকা রোডের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জামালপুরে রাজিব পরিবহনের বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার ব্যানারে শিক্ষার্থীরা শহরের বাইপাস এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিকাল ৩টা ২০ মিনিট পর্যন্ত অবরোধ চলে। এরই মধ্যে অবরোধের প্রতিবাদ জানান পরিবহনশ্রমিকরা। এ নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখনই বিষয়টি মীমাংসা হয়ে গেলেও বিকালে ধর্মঘট ডাকা হয়। 

জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজিব পরিবহনের বাস সার্ভিস বন্ধ ও অন্যান্য বাস সার্ভিসের সংস্কারের দাবিতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে তারা সড়ক অবরোধ করেন। এ সময় তারা শ্রমিকদের ওপর হামলা করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহ আল আবিদ বলেন, ‘জেলার প্রায় সব মানুষের একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। কর্মসূচি চলাকালে প্রশাসন ও পরিবহন সেক্টরের নেতারা কথা বলতে আসেন। উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছিল, এমন সময় একজন শ্রমিক হাতে রড নিয়ে আমাদের ওপর হামলা করতে দৌড়ে আসেন। তখন আমাদের কয়েকজন ওই শ্রমিকের দিকে তেড়ে যান। পরে উভয় পক্ষকে থামিয়ে দেওয়া হয়। এইটুকুই ঘটেছিল। এখন শুনতেছি, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বাস বন্ধ ঘোষণা করেছেন তারা। অথচ কোনও ধরনের হামলার ঘটনায় ঘটেনি। তাহলে কেন এই ধর্মঘট? সত্যি এটাই, আমাদের যৌক্তিক দাবিগুলো তারা মানবেন না। আর যাতে না মানতে হয়, সেই কারণে মানুষকে জিম্মি করে এ ধরনের একটি ধর্মঘট ডেকেছেন শ্রমিকনেতারা।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শ্রমিক ও মালিকরা তারাবি নামাজের পর সভা করবেন। ওই সভায় একটি ইতিবাচক ফল আসবে।’

এর আগে রবিবার জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী রাজীব পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। প্রতিবাদে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহনশ্রমিকরা। রাজিব পরিবহনের বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে রবিবার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। উল্টো হামলার অভিযোগে ধর্মঘট ডাকলেন পরিবহনশ্রমিকরা।

/এএম/
সম্পর্কিত
মায়ের কোল থেকে ছিটকে পড়ে সড়কে প্রাণ গেলো শিশুর
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
শিক্ষার্থী পারভেজ নিহতছাত্রদলের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে, যা বললেন বৈষম্যবিরোধীরা
সর্বশেষ খবর
দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন
দুই ম্যাচ হেরে শাইনপুকুরের প্রথম বিভাগে অবনমন
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যাটারির ক্ষোভ প্যাডেলে, মার খেলেন বাইকারা
ব্যাটারির ক্ষোভ প্যাডেলে, মার খেলেন বাইকারা
যেভাবে নতুন পোপ নির্বাচন করে ভ্যাটিকান
যেভাবে নতুন পোপ নির্বাচন করে ভ্যাটিকান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’