জামালপুরের মেলান্দহে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহ উপজেলা পরিষদে পূর্বনির্ধারিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে বের হওয়ার পর উপজেলার ৭ নম্বর চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্টু, ৮ নম্বর ফুলকুচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯ নম্বর ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, ১১ নম্বর শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টারকে গ্রেফতার করে মেলান্দহ থানা পুলিশ।
পরে মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ তাদের জামালপুর আদালতে নিয়ে আসে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর জানান, ইউনিয়ন পরিষদের চার জন চেয়ারম্যান মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন। সভা শেষ করে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে মেলান্দহ থেকে চার জন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করেছিল তাদের গ্রেফতারে অভিযান চলছে। তারা চার জনই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’