X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

১০৫ অধ্যাপকের পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে ১০৫টি অধ্যাপক পদ শূন্য পড়ে আছে। সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার এসব পদ শূন্য থাকায় কলেজের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বিদেশিসহ এমবিবিএস কোর্সে এক হাজার ৫০২, এমএম, এমডি, এমফিল ও এমপিএইচসহ পোস্ট-গ্র্যাজুয়েশন করছেন এক হাজার ৮১০ এবং ডেন্টাল কোর্সে ৩০৮ জন শিক্ষার্থী রয়েছেন। মূলত পাঠদান ও গবেষণার সঙ্গে জড়িত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকরা। এসব পদের শিক্ষককে কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হাসপাতালে হাতে-কলমে শিক্ষা দিতে হয়। তবে শতাধিক অধ্যাপকের পদ শূন্য থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজে মঞ্জুরিকৃত ৪৫ অধ্যাপকের স্থলে কর্মরত আছেন ১৫ জন, হিসাবে ৩০টি পদ শূন্য রয়েছে। মেডিসিন বিভাগে ছয় অধ্যাপকের স্থলে কর্মরত আছেন মাত্র দুজন, চার অধ্যাপকের পদ খালি আছে। সার্জারি বিভাগে তিন অধ্যাপকের স্থলে আছেন মাত্র একজন, দুজন অধ্যাপকের পদ খালি।  গাইনি বিভাগে তিন অধ্যাপকের স্থলে আছেন মাত্র দুজন, শিশু বিভাগের দুজন অধ্যাপকের স্থলে আছেন একজন। এ ছাড়া অধ্যাপকের পদ মঞ্জুরি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে নিউরোলজি, এন্ডোক্রিনোলজি, ফিজিক্যাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, চক্ষু, ডার্মাটোলজি, সাইকিয়াট্রিস্ট, রেসপিরেটরি মেডিসিন, রিমাটোলজি, ফরেনসিক মেডিসিন, ডেন্টিস্ট্রি, প্যাথলজি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ এসসব বিভাগে নেই কোনও অধ্যাপক। 

পাশাপাশি সহযোগী অধ্যাপক মঞ্জুরিকৃত ৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৫১ জন, ২৭ জনের পদ খালি পড়ে আছে। সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে সহকারী অধ্যাপকের। ১২২ সহকারী অধ্যাপক পদের মধ্যে কর্মরত আছেন ৭৪ জন, পদ শূন্য আছে ৪৮টি। ৭০টি প্রভাষক পদের স্থলে কর্মরত আছেন ৫৪ জন। এখানেও পদ খালি রয়েছে ১৬টি। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান ও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

অধিকাংশ পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে জানিয়ে কলেজের এমবিবিএস কোর্সের শিক্ষার্থী কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজে দীর্ঘদিন ধরে অধ্যাপকসহ বিভিন্ন পদ খালি থাকলেও তা পূরণ করা হচ্ছে না। এর ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানাই।’

কলেজের দুজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, গবেষণাকাজের পাশাপাশি অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকদের কলেজে ক্লাস-পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে হয়। দীর্ঘদিন ধরে অধ্যাপকের বেশিরভাগ পদ খালি থাকায় শিক্ষা কার্যক্রম ও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ময়মনসিংহ মেডিক্যালের অনেক চিকিৎসকের যোগ্যতা, ডিগ্রি ও অভিজ্ঞতা থাকার পরও শূন্য পদে পদোন্নতি না দেওয়ায় হতাশায় ভুগছেন তারা। সব ধরনের জটিলতা কাটিয়ে যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের পদোন্নতির ব্যবস্থা করা কিংবা শূন্য পদে নিয়োগের দাবি জানাই আমরা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজে অধ্যাপকসহ বিভিন্ন পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এসব পদে নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।’

/এএম/
সম্পর্কিত
সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান শিক্ষক নেটওয়ার্কের
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা