জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩২) নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ী রেলস্টেশনে প্রবেশে করছিল। এ সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় সানোয়ার। পরে চলন্ত ট্রেনে তার দেহটি কেটে ছিন্নভিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল করিম ও রিয়া আক্তার জানান, ওই ব্যক্তি ট্রেন আসার আগে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি আসার সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘সানোয়ার হায়দার উপজেলা বন্যা প্রকল্পের কার্যসহকারী ছিলেন। তিনি দুই বছর যাবৎ এখানে কর্মরত আছেন। শুনতে পারলাম বৃহস্পতিবার সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘তার (সানোয়ার) পরিবারকে অবগত করা হয়েছে।’
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে জানান, রেললাইনে নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।