X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মাছ ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাই, দুই সমন্বয়কের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩

জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা করে মারধর ও ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে। বৃহস্পতিবারের (১৬ জানুয়ারি) এই ঘটনায় দুই ছাত্র সমন্বয়কসহ চার জনের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা করেছেন ওই মাছ ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (২৯)। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মাছের আড়তের হিসাব নিকাশ শেষ করে নগদ টাকা নিয়ে দুপুরের পর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে এক ফাঁকা জায়গায় পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), ভান্ডারীর ছেলে মনির (২২) ও একই এলাকার রুমন মিয়াসহ (২৫) আরও ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে গুরুতর আহত করে।

এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শুক্রবার দুপুরে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন হামলাকারীর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিজয় ও রুমন ছাত্র সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুনেছি দুই আসামি ছাত্র সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে জুলাই শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম
শহীদ বাবার পাশেই দাফন হবে মেয়ের, কবর খুঁড়লেন দাদা
‘১৫ সমন্বয়কের সাক্ষাৎকার’ গ্রন্থের প্রকাশনা উৎসব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক