X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ২০

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বকেয়া বেতনের দাবিতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই মহাসড়কের ছোট কাশর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কয়েকজন শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর এলাকায় অ্যাডামস স্টাইল নামে একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানাটির প্রায় সাড়ে ৩০০ শ্রমিক গত অক্টোবর মাস থেকে বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিক ছাঁটাই করা হয়। তারাও বেতন পাননি। বকেয়া বেতনের দাবিতে এর আগেও দুই দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন, কলকারখানা অধিদফতরসহ শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারণ করে দেয়।

এদিন সকাল ৯টায় বেতন দেওয়ার কথা থাকলেও কোম্পানি কর্তৃপক্ষ দিনভর সময় নিতে থাকে। বিকাল ৪টার দিকে কোম্পানির লোকজন জানান, তারা টাকার ব্যবস্থা করতে পারেননি। ওই অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে মহাসড়কের চলাচলকারী যানবাহন ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে। আন্দোলনরত প্রায় ৪০০ শ্রমিকের সঙ্গে যোগ দেন আরও কয়েক শ লোক।

বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা শ্রমিকদের আরেকটি পক্ষ রাস্তা না ছাড়ার ঘোষণা দেয়। ওই অবস্থায় পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা এক পর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়। এতে পুলিশের তিন জন সদস্য আহত হন। সেই সঙ্গে ২০ শ্রমিকও আহত হয়েছেন। এ সময় একটি বাসেও ভাঙচুর চালানো হয়।

কয়েকজন শ্রমিক জানান, বেতন না পাওয়ায় তারা বাসাভাড়া দিতে পারছেন না, ঘরে খাবার কিনতে পারছেন না। আজ বেতন দেওয়ার কথা ছিল। সারা দিন অপেক্ষা করার পর বলা হচ্ছে আজ বেতন দেবে না। কবে দেবে তাও অনিশ্চিত। কারখানার কোনও লোকও আসেননি। বাধ্য হয়ে তারা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, কারখানাটির শ্রমিকদের বকেয়া বেতনের চলমান সমস্যা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। আজ বেতন দেওয়ার কথা থাকলেও টাকা ম্যানেজ না হওয়ায় শ্রমিকদের বেতন দেওয়া হয়নি। দুই ঘণ্টা সড়ক অবরোধ করলে অনেক যানবাহন মহাসড়কে আটকা পড়ে। রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্সও ছিল। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলে কিছু বহিরাগত শ্রমিকদের উসকে দেয়। এ সময় মৃদু লাঠিপেটা করতে হয়। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে তিন জন পুলিশ সদস্য আহত হন।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেফতার
চলমান অভিযানে একদিনে গ্রেফতার দেড় হাজারের বেশি
সর্বশেষ খবর
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
জামিন পেলেন মডেল মেঘনা
জামিন পেলেন মডেল মেঘনা
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’