X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:২২

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনও বাধা না থাকায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলার কেন্দুয়া পৌর শহরে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের খাদ্যগুদাম-সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, সৈয়দ মাহমুদুল হক ফারুক, মাজহারুল ইসলাম মাজু, ছাত্রদল নেতা পাভেল ভূঁইয়া, পারভেজ খন্দকার প্রমুখ।

অপরদিকে, বিকালে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনেও আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপিসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বাবর ভক্ত শত শত সাধারণ মানুষ অংশ নেন।

এ ছাড়া লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনও বাধা না থাকার খবরে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ (মঙ্গলবার) আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ