শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ পলাশিকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৪৫) দক্ষিণ পলাশিকুড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পলাশিকুড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, সামাজিক সম্প্রীতি রক্ষায় সাইফুল ইসলাম সর্বদা তৎপর ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।