X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আ.লীগ কর্মীকে মারধর করে চারটি গরু নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা, উদ্ধার করলো পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাউদাই গ্রামে আওয়ামী লীগ কর্মী শামসুল হককে (৬৫) মারধর করে চারটি গরু ছিনিয়ে নিয়ে গেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে দাউদাই গ্রামের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাওয়া হয়। শামসুল হককে মারধর করে গরুগুলো নিয়ে যাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় সন্ধ্যায় গরুগুলো উদ্ধার করে তাকে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

মারধরের শিকার আওয়ামী লীগ কর্মী শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাংগাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ইসলাম উদ্দিন, মোখলেস মিয়া, যুবদল নেতা ইমরান হোসেন ও কাশেম মিয়ার নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী শুক্রবার বিকালে আমার বাড়িতে আসেন। আমি আওয়ামী লীগের রাজনীতি করি, তাই পুলিশে ধরিয়ে দেবে; এসব হুমকি-ধমকি দিয়ে জোর করে বাড়িতে থাকা চারটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে আমাকে মারধর করা হয়। গরুগুলো নিয়ে যাওয়ার সময় বারবার তাদের সামনে গিয়ে দাঁড়াই। আকুতি-মিনতি করি। তারা ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর চারটি গরু নিয়ে যান। একজন কর্মী হিসেবে আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি। এটাই আমার অপরাধ। কখনও কারও কোনও ক্ষতি করিনি। গ্রামের কেউ বলতে পারবে না, কারও ক্ষতি করেছি। শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করায় আমাকে মারধর করে গরুগুলো ছিনিয়ে নিয়ে গেছেন তারা। রাতে গরুগুলো বাড়ি দিয়ে গেছে পুলিশ।’

গরুগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ার সময়ে বাধা দেওয়ায় শামসুল হককে মারধধের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দাউদাই গ্রামের এক বাসিন্দা বলেন, ‌‘শামসুল হক নিরীহ মানুষ। আওয়ামী লীগের রাজনীতি করলেও গ্রামের কারও কোনও ক্ষতি করেননি। এমনকি দলের থেকে কখনও কোনও সুবিধা নেননি। গ্রামের অন্যদের মতো সাধারণ জীবনযাপন করছেন।’ 

তাকে মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম। তিনি বলেন, ‌‘বিষয়টি আমাদের নজরে আসার পর গরুগুলো উদ্ধার করে শামসুল হকের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে তিনি কোনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে টাংগাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও মোখলেস মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সরাসরি বলেছেন, দলের কোনও নেতাকর্মী যদি চাঁদাবাজি কিংবা অপকর্ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে কিছুই বলতে চাই না। যারা গরু ছিনতাইয়ের ঘটনায় জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু