ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, দখলদারত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানা অভিযোগে বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করা হয়। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তাকে রাতেই মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে জানান তিনি।