X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণে পুড়ে ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১

চার্জে দেওয়া মোবাইল বিস্ফোরণ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল আলম নোমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টার সময় নগরীর বাউন্ডারি রোডের নিজ বাসায় মারা যান তিনি।

এই তথ্য নিশ্চিত করে পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে দায়িত্ব পালন শেষে রাত ১টার পর বাসায় ফেরেন। তারপর বাসায় মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার সময় মোবাইল বিস্ফোরণ হয়ে দগ্ধ হন। তাকে মৌসুমী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুল ডিউটি শেষে রাত ১টার দিকে নিজ বাসায় ফেরেন। তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান। ওই সময় নিজ বিছানার পাশে প্রতিদিনের মতো মোবাইল ফোন মাল্টিপ্লাগে চার্জ দেন। মোবাইলটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত এই চিকিৎসক। এতে তার দুই হাত, বুক, নাক-মুখ পুড়ে যায়। এদিকে পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সহকর্মী অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মতিউর রহমান জানান, ডা. নোমান সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৭ থেকে ৮ বছর ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থ বিভাগে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বেগুনবাড়িতে। তার মৃত্যুতে পরিবার এবং চিকিৎসক সমাজ শোকাহত। 

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাত ১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে বাসায় ফেরেন। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করছি, মোবাইলটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরে যায়। কী কোম্পানির মোবাইল ছিল, তা জানা যায়নি। পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
হাসপাতালের শৌচাগারে পলিথিনে নবজাতকের মরদেহ
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
রাজধানীর ভেতরের সড়কে চলেবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
টাঙ্গাইলে এলজিইডি প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!