X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এক কারখানায় একসঙ্গে ৬১ শ্রমিক অসুস্থ, চিকিৎসক বলছেন ‘গণমনস্তাত্ত্বিক রোগ’

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:১১

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় অন্তত ৬১ শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এল এসকোয়্যার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। 

অসুস্থ শ্রমিকদের মধ্যে ৩১ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩০ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর মধ্যে কোনও শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

এল এসকোয়্যার কারখানা সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যায়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কিছু শ্রমিককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়ে যাওয়া হয়। দুটি হাসপাতালে ৬১ শ্রমিক অসুস্থ হয়ে ভর্তি হন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কারখানার শ্রমিক জাকিয়া সুলতানা বলেন, ‘কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ মাথা ঘুরিয়ে অচেতন হয়ে পড়ি। কী কারণে এমনটি হয়েছে, বলতে পারি না।’ 

আরেক শ্রমিক রোমান মিয়া বলেন, ‘কাজ শুরুর কিছুক্ষণ পর কয়েকজন নারী অচেতন হয়ে পড়েন। তাদের মাথায় পানি ঢেলে হাসপাতালে পাঠানোর পর ধীরে ধীরে আরও অনেকে অসুস্থ হতে শুরু করেন। আমাকেও হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ মাথায় কেমন লাগার পর অচেতন হয়ে যাই, আর কিছু বলতে পারি না।’

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে অসুস্থ শ্রমিকরা আসতে শুরু করেন। মোট ৩১ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে বিকাল ৩টা নাগাদ ২৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন, বাকিরা ভর্তি আছেন। হাসপাতালে আসা রোগীদের কারও মাথা ঘুরাচ্ছিল, কারও বমি বমি লাগছিল, কারও শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকের পূর্ণ চেতনা ছিল না। ধারণা করা হচ্ছে, তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন। ভয় থেকে বা গরম থেকে নারীরাই এই রোগে বেশি আক্রান্ত হন। একজনের দেখাদেখি অন্যদের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়েছে। এজন্য সবাই অসুস্থ হয়েছেন।’

এল এসকোয়্যার লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান মো. মনির হোসেন বলেন, ‘সকাল ১০টার দিকে শ্রমিকরা অসুস্থবোধ করতে শুরু করেন। যে ফ্লোরে শ্রমিকরা অসুস্থ হন, সেখানে এক হাজার ২০০ শ্রমিক কাজ করছিলেন। আমাদের কোম্পানিতে মোট তিন হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। কিন্তু একটি ফ্লোরেই সমস্যাটি দেখা দেয়। প্যানিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হন। এর মধ্যে নারীই বেশি। কারখানার বাইরে চাকরিপ্রত্যাশীদের ঝামেলা চলার প্রভাব শ্রমিকদের মধ্যে পড়তে পারে। উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ময়মনসিংহের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহমাদ মাসুদ বলেন, খবর পেয়ে ছয় সদস্যের প্রতিনিধিদল কারখানায় পাঠানো হয়েছে। তারা পুরো ঘটনা যাচাই-বাছাই করে রাতে প্রতিবেদন জমা দেবে। তারপর বলা যাবে, কী কারণে এমনটি হয়েছে। প্রতিনিধি দলকে শ্রমিকরা জানিয়েছেন, পানি খাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন। ‘প্যানিক’ থেকে এমনটি হতে পারে। চিকিৎসকরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও কারণ পাননি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, শ্রমিকরা অসুস্থ হতে শুরু করলে তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর সুস্থ হতে শুরু করলে বেশিরভাগ শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। হাসপাতালের চিকিৎসকরা এমন ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ জানতে পারেননি। তবে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শ্রমিকরা যে পানি পান করেন, তার নমুনা পরীক্ষা করার জন্য। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরকে বলা হয়েছে কারখানার কর্মপরিবেশ ও ভেন্টিলেশন ঠিক আছে কিনা দেখার জন্য। চিকিৎসকরা বলছেন, আতঙ্কগ্রস্ত হয়ে এমনটি হয়েছে। কিন্তু সবাই একসঙ্গে আতঙ্কিত হওয়ার কথা নয়। আমরা জানার চেষ্টা করছি, অন্য কোনও বিষয় আছে কিনা।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম বলেন, কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে।

/এএম/
সম্পর্কিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
রানা প্লাজা ধসের দিনকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণার দাবি এনসিপির
সর্বশেষ খবর
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলীর রিমান্ড
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলীর রিমান্ড
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
এনটিআরসিএ’র মাধ্যমে অধিদফতরে শূন্য পদে বদলির দাবি
এনটিআরসিএ’র মাধ্যমে অধিদফতরে শূন্য পদে বদলির দাবি
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’