X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

জামালপুর-ঢাকা সড়কে চলবে বিআরটিসির এসি বাস

জামালপুর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪

জামালপুর-ঢাকা বিআরটিসির নিয়ন্ত্রিত দুটি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, ‘জামালপুরের বিভিন্ন নাগরিক সংগঠনসহ স্থানীয় জনসাধারণের প্রত্যাশা পূরণে এই বাস সার্ভির চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস মালিক সমিতি ও স্থানীয়রাসহ সবার সহায়তায় এই সার্ভিসটি সামনে এগিয়ে যাবে। যাত্রী সংখ্যা বাড়লে বাসও বাড়ানো হবে।’ 

বিআরটিসি সূত্রে জানা যায়, বাস দুটি জামালপুর ফৌজদারি মোড় থেকে সকাল ৭টায় ও রাত ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা থেকে রাত‌ ১২টা ও সকাল ৭টা দিকে ছেড়ে আসবে। বিরতিহীনভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। 

এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বেসরকারি বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এই রুটে ব্যক্তি মালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনও বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।

/এএম/
সম্পর্কিত
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
‘চাঁদাবাজি-কাউন্টার দখলের’ বিবাদে আড়াই ঘণ্টা ধরে বন্ধ মহাখালীর রাস্তা 
ঈদে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু