X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘পিঁপড়ার গতিতে’ চলছে গাড়ি

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ২০:৪৫আপডেট : ১৪ জুন ২০২৪, ২০:৪৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চোরকাই থেকে শুরু হয়ে এই যানজট ঠেকেছে নগরীর সম্ভুগঞ্জ বাজার পর্যন্ত। যানজটের কারণে ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই যানজট দেখা গেছে। বৃহস্পতিবার থেকে গার্মেন্টস ছুটি হওয়ায় এই যানজট, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা যানজট নিরসনে গত বুধবার থেকে সড়কে অবস্থান নিয়েছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মাসুম আহমেদ ভূঁইয়া জানান, যানজট নিরসনে পুলিশ বিভাগের সদস্যরা তাদের সাধ্যমতো দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঈদের পরেও পুলিশ বাহিনীর সদস্যরা সড়কে থাকবেন, এমনটাই জানান তিনি।

এদিকে, যানজটের কারণে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ময়মনসিংহের তারাকান্দার গার্মেন্টসকর্মী রোকেয়া বেগম ছেলে-মেয়ে এবং স্বামীকে নিয়ে ফজরের নামাজের পরে গাজীপুর থেকে বাসে উঠেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস ময়নার মোড় এলাকায় তার সঙ্গে সাথে কথা হয়।

তিনি জানান, স্বামী-সন্তানদের নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ফজরের নামাজ পড়ে বাসে উঠেছেন। গাজীপুর থেকে যানজটের সৃষ্টি হয়। এই যানজটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আটকে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের বাইপাস মোড়ে এসে আটকে পড়েছেন যানজটে। বাস পিঁপড়ার গতিতে চলছে বলেও জানান তিনি। কত রাতে তারাকান্দার গ্রামের বাড়িতে ফিরতে পারবেন এ নিয়ে চিন্তিত এই নারী।

অপর গার্মেন্টসকর্মী শামসুল হক জানান, ভোরে বাসে উঠেছেন বাড়ি ফেরার জন্য। সড়কের বিভিন্ন জায়গায় যানজটের কারণে গাড়ি চলতে পারছে না। খুব কষ্ট করে গাড়িতে বসে আছেন। শুধু তিনি না সকল যাত্রীদের একই অবস্থা।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সর্বশেষ খবর
ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত
ইউএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠিত
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
মোটরসাইকেলে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত, গুরুতর আহত ২
মোটরসাইকেলে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত, গুরুতর আহত ২
‘এটা আমাদের জন্য বড় লজ্জা’
‘এটা আমাদের জন্য বড় লজ্জা’
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা