X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৩১

তীব্র তাপপ্রবাহের কারণে ময়মনসিংহে কৃষিশ্রমিকের সংকট চরমে পৌঁছেছে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ২৮ ও ৮৮ ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে কৃষি শ্রমিকের অভাবে তারা ধান করে তুলতে পারছেন না।

ময়মনসিংহ সদরের পাগলা বাজার এলাকার কৃষক ইয়াকুব আলী জানান, তিনি চলতি বছর আগাম জাতের ২৮ ধান ২০ শতক জমিতে আবাদ করেছেন । ইতিমধ্যেই ধানের পাক ধরেছে। কিন্তু কৃষিশ্রমিকের সংকটের কারণে ধান কেটে ঘরে আনতে পারছেন না। শ্রমিক না পেয়ে তিনি নিজেই কিছু ধান কেটে মাড়াই করেছেন।

তিনি আরও জানান, আগে যেখানে ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক পাওয়া যেত এখন তীব্র গরমের কারণে এখন ৮০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কম হবে।

একই এলাকার কৃষক আরমান আলী জানান, তীব্র তাপপ্রবাহের কারণে কৃষকরা মাঠে বেশি সময় কাজ করতে পারেন না। ধান ক্ষেত এমনিতে গরম থাকে আর অতিরিক্ত গরমের কারণে কৃষকরা বেশি সময় ধরে কাজ করতে পারেন না। অনেক সময় কাজ করতে গিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত কষ্টের কারণে তারা এখন আর মাঠে কাজ করতে চান না। শ্রমিকের অভাবে তাই চরম সংকটে পড়েছেন চাষিরা।

তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে

তিনি আরও জানান, অতিরিক্ত মজুরি দিয়েও ধান কাটার জন্য কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। 

কৃষিশ্রমিক আল আমিন জানান, তীব্র গরমের কারণে ধান ক্ষেতে বেশিক্ষণ কাজ করা যায় না। গরম বেশি হওয়ায় শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে শ্রমিকরা এখন অতিরিক্ত মজুরি পেয়েও কাজ করতে আগ্রহী নন।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর ময়মনসিংহ জেলায় দুই লাখ ৬৩ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৩৫ হাজার ৭৯০ মেট্রিক টন। 

কৃষি খামারবাড়ির উপ-পরিচালক নাসরিন আক্তার বানু জানান, আবহাওয়া ভালো থাকায় চলতি বছর বড় আবাদের ফলন ভালো হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ শতাংশ ধান কর্তন করা হয়েছে। তবে তীব্র গরমের কারণে কৃষকরা কিছুটা শ্রমিক সংকটের মধ্যে পড়েছেন। গরমের কারণে শ্রমিকরা মাঠে কাজ করতে পারছেন না। গরম কিছুটা কমে এলেই শ্রমিকরা মাঠে কাজ করতে পারবেন এবং ধান কর্তনের অগ্রগতি হবে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ কাটা উৎসব
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
সুনামগঞ্জে প্রশাসন ও কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’