X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় বিয়ে করায় শতবর্ষী জব্বার মন্ডলকে বাড়িছাড়া করলেন ছেলে

জামালপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

শতবর্ষী জব্বার মন্ডলের প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করায় বিপাকে পড়েছেন তিনি। দ্বিতীয় স্ত্রী আঙ্গুরী বেগমসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে জহরুল ইসলামের বিরুদ্ধে।

জব্বার মন্ডল ও আঙ্গুরী বেগম দম্পতির বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার আদিয়ারপাড়া এলাকায়। গত ৫ বছর ধরে তারা ওই এলাকার দাঁতভাঙ্গা সেতুর পাশের সড়কে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন।

জব্বার মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে সন্তানরা কেউই তার খোঁজখবর নেয় না। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৯ বছর আগে তার প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। পরে তার একা চলাফেরা ও খাওয়াদাওয়ায় কষ্ট হওয়ায় দ্বিতীয় বিয়ে চান করতে চান। এতে বাধা দেন একমাত্র ছেলে জহরুল ইসলাম। ছেলের কথা না শুনে তিনি বিয়ে করেন।

তারপরেই বাবাকে বাড়িতে আর উঠতে না দিয়ে বাড়ি থেকে বের করে দেন জহরুল। মেয়েরা‌ও যোগাযোগ বন্ধ করে দেন। পরে দীর্ঘদিন দ্বিতীয় স্ত্রীর বাড়িতেই বসবাস করছিলেন তিনি। তবে সেখানেও আর থাকা সম্ভব হয় না তাদের। তাই পাঁচ বছর ধরে রাস্তার পাশে ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন জব্বার মন্ডল ও আঙ্গুরী বেগম।

জব্বার মন্ডলের দ্বিতীয় বিয়ের পরে তাদের আর কোনও সন্তানাদি হয়নি। তবে এ বয়সে তাদের এমন ভালোবাসা দেখে মুগ্ধ এলাকাবাসী।

সরেজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে, জব্বার মন্ডল ও আঙ্গুরী বেগম দুজন দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই কোনও আয় রোজগার করতে পারছেন না তারা। রাস্তার পাশে যে ছোট্ট ঝুপড়ি ঘরে বাস করেন সেটার বাঁশের খুঁটিতে ঘুণ ধরেছে। জরাজীর্ণ ঘরটি খুব নড়বড়ে। যেকোনও সময়ই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এক দিকে একটু বৃষ্টি হলে ঘরের ভাঙা চাল দিয়ে ঘরের মধ্যে পানি ঢুকে সবকিছু ভিজে যায়। বর্তমানে তাদের একটি গরু, কিছু হাঁস-মুরগি পালন ও বিক্রি করে এবং ভাতার কার্ডের টাকায় দিন চলছে কোনও রকমভাবে। তাদের শেষ বয়সে চাওয়া শুধু একটি থাকার ভালো ঘর বা একটি আবাসস্থান।

জব্বার মন্ডল বলেন, ‘গত ১৯ বছর আগে আমার প্রথম স্ত্রী প্যারালাইসিস রোগে মারা যায়। আমার তিন মেয়ে আর এক ছেলে আছে। স্ত্রী মারা যাওয়ার কয়েক দিন পরে ছেলে-মেয়েরা আমার ঘরের জিনিসপাতি ভাগাভাগি করে নিয়ে নিছে। এডা গরু ছিল তাও রাত ১২টার সময় এসে মেয়ে নিয়ে গেছে গা। পরে ঘোরাফেরা করি কেউ আমার আর খোঁজখবর নেয় না। খাবারও দেয় না। একা একা কিছু করতেও পারি না।’

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় আমি দ্বিতীয় কাজ (বিয়ে) করি। আমার দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়ি গেলে ছেলে আর বাড়িতে উঠবার দেয় নাই। বাড়ি থেকে বের করে দিলো। পরে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে অনেক বছর থাকলাম। ওই বাড়িতে জায়গা কম লোকজন বেশি। পরে ওইখান থেকে এখানে আসলাম। সড়কের পাশে একটা ঘর করলাম। এখন একটু বৃষ্টি হলেই পানি পড়ে। খুব কষ্টে দিন যাইতাছে। প্রতিদিন ওষুধ খাইতে হয়। টাকাপয়সাও নাই। কয়েকটা হাঁস-মুরগি বেচে কোনও রকম দিন চলে। সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া এখন আমাদের একটা কোনও রকম থাকার মতো ঘর হলেই আমরা ভালোভাবে বাঁচতে পারবো।’

জব্বার মন্ডল আরও বলেন, ‘যে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার কাছে কিছুই চাই না। তাদের কাছে যাইতেও চাই না। যত দিন বেঁচে আছি এই স্ত্রীর কাছেই থাকতে চাই।’

এ বিষয়ে জব্বার মন্ডলের ছেলে জহরুল ইসলামের বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জানান, অনেক আগেই জব্বার মন্ডল নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন।

এ ব্যাপারে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘বিষয়টি আমি গতকাল রাতে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি। জব্বার মন্ডলের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আগুনে নিঃস্ব চার দিনমজুর পরিবার, মেলেনি সহায়তা
১০ টাকায় ইফতার মিলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
দুই শিশুর ফুল বিক্রির টাকায় চলে ৬ সদস্যের পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক