X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর অন্যতম সহযোগী আসলাম গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ২৩:২৭আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩:২৭

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী আসলাম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসলাম মিয়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে। এর আগে রিমান্ডে নাদিম হত্যায় আসলাম মিয়ার সম্পৃক্ততার কথা পুলিশকে জানান মামলার আরেক আসামি নয়ন মিয়া।

এসব তথ্য নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় গত ৩ জুলাই নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া সাংবাদিক নাদিম হত্যায় আসলাম মিয়ার সম্পৃক্ততার কথা জানান। তার স্বীকারোক্তি অনুযায়ী আসলামকে গ্রেফতার করা হয়।’

ওসি আরও বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন ১৬ জন। এর মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চার জন।’  

নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘১৭ জন গ্রেফতার হলেও মামলার এজাহারে উল্লেখ করা ২২ জনের মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এখনও ১৭ জন গ্রেফতার হয়নি। দ্রুত এজাহারভুক্তদের গ্রেফতারের দাবি জানাই।’

এর আগে গত ১৪ জুলাই পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭
বিচারকাজে বিড়ম্বনা, সময় ও খরচ কমানোই প্রধান লক্ষ্য: আইন উপদেষ্টা
এক মণ গাঁজাসহ দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা