X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

স্ত্রীর দাবিতে যুবলীগ নেতার বাড়িতে নারীর অনশন, না মানলে আত্মহত্যার হুমকি

জামালপুর প্রতিনিধি 
১২ জুন ২০২৩, ২২:৩৭আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৩৭

জামালপুরের মেলান্দহে স্ত্রীর দাবিতে যুবলীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন এক নারী। সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাজড়াবাড়ি পৌরসভার কড়ইচড়া এলাকার ওই বাড়িতে অনশনে বসেন তিনি। যুবলীগের ওই নেতার নাম মুজিবুল হাসান শামীম হাজারী (৩৭)। তিনি হাজড়াবাড়ি পৌর যুবলীগের সহ-সভাপতি।

অনশনে বসা নারীর দাবি, প্রায় একবছর আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিথ্যা আশ্বাসে আমাকে ঢাকা নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর জামালপুর পৌরসভার নতুন হাইস্কুল মোড়ে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে থাকি। মাঝেমধ্যে শামীম এসে আমার ভাড়া বাসায় থাকতো। আমার এর আগেও বিয়ে হয়েছিল। তার কথায় আমি ওই স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। একপর্যায়ে কাবিন করার জন্য তাকে চাপ দিলে গত একমাস ধরে যোগাযোগ বন্ধ করে দেয়। তাকে না পেয়ে বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরে তালা। আমার আসার খবর পেয়ে সবাই পালিয়েছে।

আরও দাবি করেন, আমি আজ দুপুরে স্ত্রীর মর্যাদা পেতে তাদের বাসায় এলে তার চাচাতো বোন আমাকে তিনতলা থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। একপর্যায়ে মারধরও করে। শামীম হাজারী যদি এখন আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা হত্যা ছাড়া কোনও পথ থাকবে না।

এ প্রসঙ্গে শামীম হাজারীর দাবি, এই মেয়ের আগে দুই বিয়ে হয়েছিল। তার চাচাতো ভাই আমার দোকান ঘর ভাড়া চেয়েছিল, আমি দেইনি। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এসব রটনা হচ্ছে। 

হাজরাবাড়ী পৌর যুবলীগের সভাপতি রোহান শাহ রেজা বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। শামীম যেহেতু পৌর যুবলীগের সহ-সভাপতি পদে আছেন, যদি অনৈতিক কাজে জড়িত থাকেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা বলেন, যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করে থাকে তা যদি প্রমাণিত হয় দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
গুলিতে আহত যুবলীগ কর্মী রবি শিবির নেতা হত্যা মামলার আসামি নন
দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক