X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঘুণপোকায় নষ্ট হচ্ছে কবি নজরুলের ব্যবহৃত খাট

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৪ মে ২০২৩, ১১:০০আপডেট : ২৪ মে ২০২৩, ১১:০০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল থানার কাজীর শিমলা গ্রামে। ওই গ্রামের দারোগাবাড়ি স্মৃতিকেন্দ্রে নজরুলের ব্যবহৃত একটি খাট সংরক্ষিত রয়েছে। তবে খাটটি নষ্ট করছে ঘুণপোকা। এ নিয়ে চিন্তিত কাজী রফিজউল্লাহর বংশধরসহ কবির ভক্তরা।

ময়মনসিংহ ত্রিশালের কাজীর শিমলা গ্রামের কাজী রফিজউল্লাহ ছিলেন আসানসোল মহকুমার দারোগা। আসানসোলে রুটির দোকানে কাজ করা নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে কিশোর কবিকে নিজ গ্রামে নিয়ে আসেন তিনি। ভর্তি করেন ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে।  

কাজীবাড়ি থেকেই স্কুলে যাওয়া-আসা করতেন নজরুল। জাতীয় কবির মর্যাদা পাওয়ার পর নজরুলের ব্যবহৃত খাটটি সযত্নে আগলে রাখেন রফিজউল্লাহর বংশধররা। পরে ২০০৮ সালে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা হলে সেখানে খাটটি সংরক্ষণ করা হয়। দর্শনার্থীরা এসে নজরুলের ব্যবহৃত খাট দেখে আবেগে আপ্লুত হন। কিন্তু এরইমধ্যে খাটে ধরেছে ঘুণপোকা। খাটের তিন পায়ার সংযোগস্থলে এবং বিছানার অনেকাংশ ঘুণপোকা খেয়ে নষ্ট করে ফেলেছে। রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে যেকোনও সময় ধসে পড়তে পারে খাটটি।

 খাটটি নষ্ট হচ্ছে ঘুণপোকায়

কাজী রফিজউল্লাহর নাতি কাজী শাহাদাত হোসেন জানান, বাড়ি এবং আসবাবপত্র তৈরির জন্য ভারত থেকে লোহা কাঠ এনেছিলেন তার দাদা রফিজউল্লাহ। কবি কিশোর বয়সে যে খাটে ঘুমাতেন সেই খাট তৈরি করা হয়েছিল সেই লোহা কাঠ দিয়েই।

তিনি বলেন, ‘নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পর তার ব্যবহৃত খাটটি আমরা স্মৃতিকেন্দ্রে দিয়ে দেই। রক্ষণাবেক্ষণের অভাবে খাটের বিভিন্ন অংশ ঘুণপোকা খেয়ে ফেলছে। নজরুল স্মৃতিকেন্দ্রের কর্মকর্তারা এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এখনও ব্যবস্থা না নিলে যেকোনও সময় খাট ভেঙে যেতে পারে।’ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কথাসাহিত্যিক মো. সালিম হাসান জানান, নজরুল স্মৃতিকেন্দ্রে ওই খাটটি ছাড়া তেমন কোনও স্মৃতি সংরক্ষিত নেই। একমাত্র খাট সেটিও রক্ষণাবেক্ষণের অভাবে ঘুণপোকা খেয়ে ফেলছে। এটা কবি নজরুল ভক্তদের জন্য বড় কষ্টের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

নজরুল স্মৃতিকেন্দ্রের ইনচার্জ আখতারুজ্জামান বলেন, ‘খাটে ঘুণপোকা ধরে নষ্ট করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে ত্রিশালে আগামী ২৫ থেকে ২৭ মে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

/আরকে/আরআর/
সম্পর্কিত
যুক্তরাজ্যে কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টারের প্রথম সভা
কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
কবে শুরু হবে ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণ
সর্বশেষ খবর
৫ আগস্ট রাতে সহকর্মীদের বলেছি ‘আল্লাহর ওয়াস্তে কেউ প্রতিশোধ নেবেন না’
মৌলভীবাজারে জামায়াত আমির৫ আগস্ট রাতে সহকর্মীদের বলেছি ‘আল্লাহর ওয়াস্তে কেউ প্রতিশোধ নেবেন না’
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
৭ দাবিতে আন্দোলন করবে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা
কনস্টেবল পদে নিয়োগ, প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ সদর দফতর
কনস্টেবল পদে নিয়োগ, প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না: পুলিশ সদর দফতর
নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে, দুই ঘণ্টা পর লাশ উদ্ধার
নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে, দুই ঘণ্টা পর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়