X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ধর্ষণের ৯ মাস পর সন্তান জন্ম দিলেন নারী, গ্রেফতার হয়নি আসামি

জামালপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ২০:৪৪আপডেট : ০৮ মে ২০২৩, ২০:৪৪

জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী নারী মা হয়েছেন। রবিবার (৭ মে) বিকাল সাড়ে ৫টা দিকে জামালপুর জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করেন। মা ও নবজাতক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, ধর্ষণের ঘটনায় গত ৫ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেছেন। তবে আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় আসামি করা হয়েছে ওই উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকার কৃষিকাজ করা মামুন মিয়াকে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা জানান, ভুক্তভোগীর বিয়ে হয়েছিল। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় স্বামী ছেড়ে চলে যায়। ৯ মাস আগে ধর্ষণের শিকার হয়েছে। তিন মাস পর পরিবার বুঝতে পারে, তিনি অন্তঃসত্ত্বা। এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তের পরিবার সমঝোতার জন্য বলে। অভিযুক্ত মামুন ভুক্তভোগীকে বিয়ে করবে বলে জানায় এবং ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। পরে সালিশও হয়েছিল। শেষ পর্যন্ত বিয়ে ও সমঝোতা না হওয়ায় ভুক্তভোগীর মা মামলা করেন।

মামলার বাদী বলেন, ‘আমরা গরিব মানুষ, এহন মেয়ে ও বাচ্চা নিয়ে কই যামু? কী করমু চিন্তায় আছি। মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। গতকাল হাসপাতালে মেয়ে সন্তান হয়েছে। টাকা-পয়সা নাই যে মেয়ের চিকিৎসা করমু। সরকারের কাছে মেয়ে ও তার সন্তানের একটা ব্যবস্থা চাই। মামুনের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’

জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. ফাকরিয়া আলম বলেন, ‘রবিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। বিকেলে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন। নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতির শারীরিক অবস্থা দুর্বল। তাকে রক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘থানায় মামলা হয়েছে। আসামিকে খুব দ্রুত গ্রেফতার করা হবে। হাসপাতালে ওই নারীর সঙ্গে আমাদের নারী পুলিশ ছিলেন।’

/এফআর/
সম্পর্কিত
বরগুনায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
শহীদকন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক