X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

নদীতে ভাসমান নৌকায় ঘুম, ডুবে প্রাণ গেলো চালকের

নেত্রকোনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীতে কয়লাবোঝাই ইঞ্জিনচালিত নৌকাডুবির ৯ ঘণ্টা পর চালক দেলোয়ার হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উব্দাখালী নদীর সেতু সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই স্থানেই কয়লাবোঝাই নৌকাটি ডুবে যায়। দেলোয়ার হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে। তার বাবার নাম মিয়া হোসেন।

কলমাকান্দা ফয়ার সার্ভিসের লিডার এমদাদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে চালক দেলোয়ার হোসেনের লাশটি উদ্ধার করেন।

মৃতের ভাই আয়নাল হক জানান, তাহিরপুরের বড়ছড়া স্থল শুল্ক স্টেশন থেকে প্রায় ২০ মেট্রিক টন কয়লাবোঝাই করে গত সোমবার নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশে ইঞ্জিতচালিত নৌকাটি ছেড়ে যায়। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কলমাকান্দার উব্দাখালী নদীর সেতু সংলগ্ন নৌঘাটে নৌকাটি পৌঁছার পর শ্রমিক না থাকায় কয়লা ঘাটে তোলা সম্ভব হয়নি।

তিনি জানান, এরপর তারা ছয় জন হোটেলে খাবার খেয়ে রাতে ওই নৌকাতেই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় শরীর ভিজে যাওয়ায় শীত অনুভব করায় ঘুম থেকে জেগে ট্রলারটি ডুবে যেতে দেখেন। এ সময় ট্রলারে থাকা তাহিরপুরের কলাগাঁও গ্রামের শ্রমিক হাফিজ উদ্দিন, গোলকপুর গ্রামের মানিক হোসেন, বালিয়াঘাট গ্রামের অমিত হাসান, আয়নাল হক, তার সহোদর টিয়া হোসেন তীরে উঠতে সক্ষম হলেও তাদের দেলোয়ার হোসেন নিখোঁজ হন।

আইনাল হক আরও জানান, খবর পেয়ে বুধবার সকালে নিখোঁজের সন্ধানে কলমাকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উব্দাখালী নদীর নৌঘাটে ঘটনাস্থলে যান। পরে তারা ঘণ্টব্যাপী অভিযান চালিয়ে দোলোয়ারের লাশটি উদ্ধার করেন।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেলোয়ারের লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জঙ্গলের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
সর্বশেষ খবর
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ