X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

এসএসসিতে বাবা-ছেলে পেলেন জিপিএ-৫

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ২৩:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২৩:০৩

এবারের এসএসসি পরীক্ষায় বাবা-ছেলে একসঙ্গে জিপিএ-৫ পেয়েছেন। তারা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. এখলাস উদ্দিন নয়ন (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ রায়হান (১৬)।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসির ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। একসঙ্গে বাবা-ছেলে জিপিএ-৫ পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সাবেক ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়ন কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইনস্টিটিউট এবং মোহাম্মদ রায়হান গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন।

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন বলেন, ‘দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলায় লেখাপড়া করতে পারিনি। তবে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ও ইচ্ছা ছিল। এজন্য এই বয়সে এসে পরীক্ষা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে চার সদস্যের সংসার। বড় মেয়ে বিএ পাস করেছে। মেয়ে ও স্ত্রী সালমা বেগমের অনুপ্রেরণায় ছেলের সঙ্গে পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফল পেয়ে এখন অনেক আনন্দ লাগছে। ছেলের সঙ্গে আমিও কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করবো।’

সালমা বেগম বলেন, ‘ছোটবেলায় লেখাপড়ার সুযোগ না পাওয়ায় স্বামীর আক্ষেপ এবং মনে কষ্ট ছিল। তার মনের আশা পূরণ করার জন্য একরকম জোর করেই কেন্দুয়ার মগরাই আদর্শ কারিগরি ইনস্টিটিউটে ভর্তি করেছিলাম। এবছর ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। তার এই কৃতিত্বে পরিবারসহ এলাকাবাসী খুশি।’

কেন্দুয়ার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘এখলাস উদ্দিন আমার প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন। এ বয়সে তার এমন ফলে আমরা গর্বিত।’ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার কোনও বয়স নেই। শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে মানুষজন লেখাপড়ায় অনুপ্রাণিত হবে।’

/এএম/
সম্পর্কিত
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু