X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এমপিকে কটূক্তির অভিযোগে আ.লীগের ২ পক্ষের মধ্যে উত্তেজনা

জামালপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৮:৪৫

সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং জামালপুর-১ আসনের বর্তমান এমপি আবুল কালাম আজাদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের নেতাকর্মীরাই দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি মিছিল করেছে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে এই মিছিলের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে ঝালুরচর বাজার পর্যন্ত ১১ কিলোমিটার  সড়কের উন্নয়ন কাজের অনিয়মের বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদ জামালপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি কাজের অনিয়ম এবং টেন্ডার অনুযায়ী কাজের মান বজায় রাখার জন্য নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানান। এই খবরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাজের ঠিকাদার শাকিরুজ্জামান রাখাল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে নিয়ে বিরূপ মন্তব্যসহ আগামী ১৩ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পরে তাকে দেওয়ানগঞ্জে ঢুকতে না দেওয়ার হুমকি দেন। এই ঘটনায় এমপির অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এমপির অনুসারী দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী দাবি করেন, শাকিরুজ্জামান রাখাল সন্ত্রাসী কায়দায় অবৈধ উপায়ে কালো টাকার পাহাড় গড়ে তুলেছেন। এ কারণেই তিনি (চেয়ারম্যান) এমপিসহ অনেক নেতার সঙ্গেই অসদাচরণ করেন। সম্প্রতি ওই চেয়ারম্যান ১১ কোটি টাকার একটি রাস্তার কাজ পান। নিয়মনীতি না মেনে নিম্নমানের কাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় লোকজন এমপিকে জানান। এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে কাজ ভালোভাবে তদারকির করতে বলেন। এই কারণে ওই চেয়ারম্যান ক্ষেপে যান এবং এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

চেয়ারম্যান শাকিরুজ্জামান দাবি করেন, এমপিকে নিয়ে আমি কখনও বিরূপ মন্তব্য করিনি। স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন। গত রাতে এমপির লোকজন আমার ব্যক্তিগত কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাজে ভাষায় গালিগালাজ করেছেন। পরে পুলিশ আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি আমি জানি না। নির্বাহী প্রকৌশলী স্যারের কাছে অভিযোগ করতে পারে।

তিনি আরও বলেন, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে ঝালুরচর বাজার পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান যেসব মেশিনপত্র নিয়ে এসেছে সেগুলোতে ত্রুটি আছে। নির্বাহী প্রকৌশলী ও কাজের প্রকল্প পরিচালক স্যার এসে দেখার পরে কাজ শুরু করা হবে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল গত বৃহস্পতিবার রাতে তার ব্যক্তিগত কার্যালয়ে ঢুকলে একটি পক্ষ সেখানে অবস্থান নেয়। খবর পেয়ে ওই চেয়ারম্যানের অনুসারীরাও সেখানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। পুলিশের ভূমিকার কারণেই সেখানে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। রাস্তা থেকে কিছু লাঠি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

/এফআর/
সম্পর্কিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
৩০ বছর ধরে ইউনিয়ন আ.লীগের সভাপতি, এবার নৌকা ভেঙে দল ছাড়ার ঘোষণা
ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৭ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক