X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

শিশুটি ভালো আছে

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ২২:৩০আপডেট : ১৬ জুলাই ২০২২, ২২:৩৫

ময়মনসিংহের ত্রিশালের সড়কে দুর্ঘটনায় মায়ের প্রাণ যাওয়ার আগ মুহূর্তে জন্ম নেওয়া নবজাতক সুস্থ আছে। প্রসবের সময় ডান হাতে ব্যথা পাওয়ায় ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতালে প্লাস্টার করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে দুর্ঘটনার পরপরই প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নবজাতক শিশুটিকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে মোহাম্মদ শাহজাহানের মালিকানাধীন লাবিব প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

লাবিব হাসপাতালের পরিচালক মো. শাহজাহান জানান, নবজাতক শিশুটি আত্মীয় হওয়ায় সন্ধ্যার দিকে লাবিব প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার ডান হাতে ব্যথা পাওয়ার কারণে প্লাস্টার করা হয়েছে এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে এখন সম্পূর্ণ সুস্থ আছে।

এদিকে, নবজাতকের মামি রোজিনা আক্তার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও শিশু কন্যা জান্নাত আরাকে নিয়ে ত্রিশালের প্রাইভেট ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করানোর জন্য যান। বাড়ি ফেরার পথে শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল সদরের দরিরামপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলে তিন জন মারা যায়। ট্রাকের চাপায় মায়ের মৃত্যুর আগে দুর্ঘটনাস্থলে রত্নার গর্ভ থেকে শিশুটি জন্ম নেয়। নবজাতকটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রোগীর ভিড় বেশি দেখে তাকে সিবিএমসিবি হাসপাতালে চিকিৎসার পর সন্ধ্যার দিকে লাবিব হাসপাতালে পরিচালক আত্মীয় পরিচয় দিয়ে নিজ হাসপাতালে নিয়ে আসেন।

এখন শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে ওই হাসপাতালের পরিচালক মো. শাহজাহান।

স্থানীয়রা জানান, রত্না আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আল্ট্রাসনোগ্রাম করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকের চাপায় রত্নার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে। নবজাতকটি কন্যাশিশু।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন— ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও আড়াই বছর বয়সী মেয়ে জান্নাত আরা। তারা এই নবজাতকের মা, বাবা ও বোন।

/এফআর/
সম্পর্কিত
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মী নিহত: বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার
সর্বশেষ খবর
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
চুরি হওয়া ১০৫ মিটার তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার
গুলিতে আহত যুবলীগ কর্মী রবি শিবির নেতা হত্যা মামলার আসামি নন
গুলিতে আহত যুবলীগ কর্মী রবি শিবির নেতা হত্যা মামলার আসামি নন
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন